বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের সর্ব মহলের প্রিয় ব্যক্তিত্ব সুলতানপুর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী ছই মিয়া আর নেই। জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের এই কৃতি সন্তান প্রায় শতবছর বয়সে গত ১৭ জুলাই বৃহস্পতিবার সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধ-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। জানা যায়, জনপ্রিয় এই ব্যক্তিত্ব ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশে তিন সরকারের সময়ই তিনি জনপ্রতিনিধি ছিলেন। ছিলেন সরপঞ্চও। চারবারে তিনি টানা প্রায় ২৫ বছর সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা ও গঙ্গাজল ‘ক’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৮ সালে তিনি চেয়ারম্যান থাকাকালে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুলতানপুর ইউনিয়ন পরিদর্শন করেছিলেন। জনপ্রিয় প্রবীণ এই চেয়ারম্যানের মৃত্যুর খবরে উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে আসে। পরদিন শুক্রবার সকাল ১১টার সময় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার তারিখ ঠিক করা হলে ভোর থেকে উপজেলা বিভিন্ন এলাকার লোকজন এক নজর দেখার জন্য আসতে শুরু করেন। এ সময় অনেককে কাঁদতে দেখা গেছে। জানাজার পূর্বে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধূরী, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের মহাসচিব আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধরী, ইশতিয়াক আহমদ চৌধূরী, শিল্পপতি সাইফুদ্দীন খালেদ আহমদ, ইউপি চেয়ারম্যান এম.এ. রশীদ বাহাদুর, মহসীন মর্তুজা চৌধূরী টিপু, কানাইঘাট উপজেলার মুমিন চৌধূরী, এ্যাড ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, সাবেক চেয়ারম্যান আবুল বাইছ, জাতীয় পার্টি নেতা হেলাল আহমদ লস্কর ও মরহুমের বড় ছেলে মনছুর আলম প্রমূখ। পরে মুন্সিবাজার মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা মখদ্দছ আলী জানাজার নামাজে ইমামতি করেন। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এদিকে সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী ছই মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, শাব্বির আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, সাজনা সুলতানা হক চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা লোকমান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, সমাজসেবী ও শিল্পপতি সাইফুদ্দিন খালেদ, রাজনীতিবীদ ভিপি মাহবুবুল হক চৌধুরী, উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আব্দুর রশিদ বাহাদুর, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী একল, পৌর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাপাদার, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী ও কসকনক পুর একতা স্পোটিং ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !