স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার ও সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মজেদ আহমেদ চঞ্চল বাংলাদেশ স্কাউটের সম্মান সূচক ‘বার টু দি মেডেল অব মেরিট ’ পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটের ৪৩তম বার্ষিক সাধারন সভায় অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল কে এ পদক প্রদানের ঘোষনা দেয়া হয়। বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আয়োজিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে চীফ স্কাউট ও মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানসহ ১২ জন স্কাউট ব্যাক্তিত্ব কে স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাগ্র’ ও ১৫ জন স্কাউট ব্যাক্তিত্ব কে ২য় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ পদক দেয়া হয়। অনুষ্ঠানে মহমান্য রাষ্ট্রপতি এ ছাড়াও সিলেট অঞ্চলের ২জনসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত স্কাউট রোভার দের মধ্যে স্কাউটিং রোভারিং এর সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট স্কাউট পদক’ ও ‘প্রেসিডেন্ট রোভার পদক’ হস্তান্তর করেন।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে (সিলেট, হবিগঞ্জ,সুনামগঞ্জ ও মৌলবীবাজার) এবার আঞ্চলিক স্কাউটের সভাপতি ও জেলা প্রশাস সহ মোট ১৩ জন বিভিন্ন পদকে ভুষিত হয়েছেন এবং ২৪ জন স্কাউটার জাতীয় সনদ লাভ করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !