জিয়া শিশু কিশোর সংগঠন (জিশিস) জকিগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি তে আরও ৫জন নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত করেছেন জিশিসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি সাবেক সিটি কাউন্সিলার হুমায়ূন কবির শাহিন। নতুন সদস্যরা হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক পদে আহাদুর রহমান মুন্না ও যুগ্ম আহবায়ক পদে সুমন আহমেদ চৌধুরী, সাইফ আহমেদ, বাপন কুমার দাস, ও সাইফুল হাসান কিবরিয়াকে অর্ন্তভূক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিশিসের জেলা সহ সাংগঠনিক সম্পাদক আবু খালেদ রাজা, জিয়া শিশু কিশোর সংগঠন জকিগঞ্জ উপজেলার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হিরা, রেদওয়ান রহমান, নাজিমুদ্দিন হাসান, রিয়াজ আহমেদ, ্মাহবুব আহমেদ, নাজিম উদ্দিন লস্কর ও সিপু আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !