স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাব্বীর আহমদ দীর্ঘদিন পর ইটালি, ফ্রান্স, লন্ডন ও কানাডা সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। এক সময়ের প্রবাসী এই নেতা গত ৫ বছর জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় বিদেশ সফর করতে পারেননি। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে একবার সংক্ষিপ্ত সফরে বিদেশে গেলেও বাকি পুরো মেয়াদই দেশের ভিতরে কাটিয়েছেন। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় এই নেতা বিগত জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব মুহুর্তে জামায়াত-শিবিরের হামলা শিকার হন। সিলেট-জকিগঞ্জ রোডে তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙ্গচুর করে দুর্বত্তরা। দশম জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান থেকে তিনি পদত্যাগ করে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দেন। এসময় তাঁর বাসায় বোমা হামলা করা হয়। পরবর্তীতে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে তিনি তা প্রত্যাহার করে নিলে জাপার অপর প্রার্থী সেলিম উদ্দিন এখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ কারণে শাব্বীর আহমদ রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়েন। অবশেষে দীর্ঘদিন পর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিভিন্ন দেশ সফরের লক্ষে তিনি গত ১৭ জুন মঙ্গলবার ভোর ৬ টায় বাংলাদেশ ত্যাগ করেন। জানা যায়, ঐদিন হযরত শাহ জালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কুয়েত এয়ারওয়েতে করে ইটালির রাজধানী রুমে পৌছেন। সেখানে তিনি একদিন অবস্থান করে সে দেশের বাঙ্গালীদের সাথে মতবিনিময় করেন। ১৯ জুন বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌছেন। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করে তাঁর হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখা শুনা করার পাশাপাশি সেখানকার বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া শাব্বীর আহমদ আগামী ২৮ জুন লন্ডন ও ৫ জুলাই কানাডা সফর শেষে পুনরায় ফ্রান্সে চলে আসবেন। আগামী পবিত্র ঈদুল ফিতরের পর তিনি দেশে আসার কথা রয়েছে। এ ব্যাপারে শাব্বীর আহমদ বলেন, সময় সল্পতার কারণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীদের বলে যেতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি এ বিষয়ে সকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি যেন আবার দেশে ভাল ভাবে ফিরে আসতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !