ঈদের পর দূর্বার আন্দোলনগড়ে তুলতে প্রস্তুত থাকুন
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, অবৈধ আওয়ামীলীগ সরকার জগদ্দল পাথরের মতো মানুষের উপর আজ চেপে বসেছে। প্রতিবাদ প্রতিরোধের সকল কণ্ঠ তারা স্তব্ধ করে দিতে চায়। দেশ আজ একটা কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র ও মানবতা পুণপ্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঈদের পর দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত থাকুন। তিনি গত ১৬ জুলাই বুধবার জকিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক বদরুল হক বাদল ও উপজেলা কমিটির সদস্য জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ছাত্রদলের অর্থ সম্পাদক মোঃ হিফজুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিিিটর যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশিক চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার। বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য বদরুল হক খসরু, হেলাল আহমদ চৌধুরী । উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আব্দুল জলিল. ইসমাইল হোসেন সেলিম, চেরাগ আলী, মোস্তাক আহমদ, নাসির উদ্দিন, শফিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সামন, আহমদ রাজা মানিক, বেলাল আহমদ, হাসান আহমদ, শামসুল ইসলাম লেইছ, কাওসার আহমদ, পৌর কমিটির সদস্য ময়নুর রাজা মানিক, তেরা মিয়া, উবায়দুর রহমান চৌধুরী রাজা, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক শাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এইচএম আবুল, উপজেলা যুব দল সহসভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ মেম্বার, মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান মুন্না, শিহাব আহমদ ও পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন হিরা প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !