স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন আতিকুর রহমান মনি। সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অফিসে এসে ৬১ সদস্যের আহবায়ক কমিটি জমা দেন। পরে অর্থমন্ত্রীর অফিস থেকে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সদস্য হিসেবে জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মনিকে রাখা হয়। এছাড়া কমিটিতে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজু ইবনে হান্নান খাঁন ও জুনেদ আহমদ সদস্য হিসেবে রয়েছেন। ঘোষিত কমিটিতে আলম খান মুক্তিকে আহ্বায়ক এবং মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান খোকন ও সেলিম আহমদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এছাড়া ৫৬ জনকে সদস্য হিসেবে রাখা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !