---------- পুলিশ সুপার নুরে আলম মিনা
স্টাফ রিপোর্টার
সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম (সেবা) বলেছেন, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ সকলকে সচেতন হতে হবে। পুরুষরা নিজেদের মতো নারীদের মানুষ হিসেবে দেখতে হবে। তাদের ভিন্ন চোঁখে দেখলে চলবেনা। তাদেরকে কোন প্রকার নির্যাতন করা উচিত নয়। আইনের দৃষ্টিকোণ থেকে নারী নির্যাতনকারীদের চরম শাস্তি রয়েছে। তবে এই সুযোগে নারীরা পুরুষ নির্যাতন শুরু করলে চলবে না। তিনি বলেন, আমরা প্রায়ই দেখি শিক্ষিত ও আধুনিক পরিবারে এখন পুরুষ নির্যাতন শুরু হয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরা আবার সত্যিই নির্যাতিত হচ্ছেন। তাই সকলকে নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গত ১৮ জুন বুধবার সকালে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে জাতিসংঘের ইউএনএফপিএর সহযোগিতায় আয়োজিত ইন্টারেক্টিভ কমিউনিটি মিটিংয়ে এসব কথা বলেন। জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) মোঃ জামশেদ আলমের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওঃ আব্দুস শুকুর। অনুষ্ঠানে মূল আলোচনা পেশ করেন ইউএনএফপি এর সিলেট প্রতিনিধি রবিউল আলম ও জকিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) ফারুক আহমদ। আলোচনায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী খলিল উদ্দিন, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলার হোসনে জাহান রিনা, সালেহা বেগম, জকিগঞ্জ থানার এসআই আলী খাঁন, সাংবাদিক শ্রীকান্ত পাল, আহমদুল হক চৌধুরী বেলাল, ইউপি সদস্যা রুবি রানী চৌধুরী, রহিমা বেগম, হাজেরা বেগম ও ছামিরা জান্নাত প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !