স্টাফ রিপোর্টার
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার মুহাদ্দিস ও হযরত মামরখানী (র.) এর ছাহেবজাদা মুফতি মাওলানা আব্দুল হান্নান। তিনি গত ৩ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সিলেট এম.এ.জি.ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করেন। ওমরাহ পালন শেষে তিনি মদিনায় হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন বলে জানা যায়। আগামী ২৪ রমজান পবিত্র ওমরাহ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !