স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌর শহরে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সর্বস্থরের ধর্মপ্রাণ জনগণের উদ্যোগে গত ১৮ জুলাই শুক্রবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জাতি সংঘসহ বিশ্ব সম্প্রদায়ের নিকট অবিলম্বে ফিলিস্তিনের উপর থেকে ইসরাইলী হামলা বন্ধের আহবান জানান। মানবন্ধন চলাকালে ইসরাইলীদের বিরুদ্ধে-রুখে দাঁড়াও বিশ্ববাসী, অসহায় ফিলিস্থিনের-পাশে দাঁড়ান বিশ্ববাসী, প্রে ফর গাজা, সেইভ আস গাজা, ই স্টপ কিলিং চিলড্রেন এমন প্লেকার্ড হাতে অংশ নেন অনেকেই। মানববন্ধনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি সাইফুদ্দিন খালেদ, পৌর কাউন্সিলর মোস্তাক আহমদ, রাজনীতিবীদ এম এ হাফিজ বকুল, বাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, কমিটির পরিচালক সাংবাদিক এনামুল হক মুন্না, মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফখরুল ইসলাম, মানবাধিকার কর্মী ফখরুল ইসলাম, শিহাবুল হক পারভেজ, ফুরকান আহমদ মুন্সী মেম্বার, আবুল কালাম, প্রবাসী লিয়াকত হোসেন, ইউপি সদস্য মোস্তফা আহমদ, ছাত্রনেতা খায়রুল ইসলাম, কলেজ ছাত্র মনিরুল ইসলাম রাজন, হাফিজ আহমদ, ছাত্রনেতা শাহরিয়ার রহমান অমিত, ব্যবসায়ী ফয়ছল আহমদ মাখন, শরীফ, হেলাল আহমদ, আবুল কালাম আজাদ, জুমেল, জাবেদ, সোহাগ, ছাদিক আহমদ, রুমন, জুবেল, রাজেল, শিক্ষার্থী শাফি, জাবের আল হাসান ও গোলাম কিবরিয়া প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !