স্টাফ রিপোর্টার
দেশ-বিদেশে জকিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ। যেখানেই জকিগঞ্জীদের বসবাস, সেখানেই গড়ে উঠছে সংগঠন। এরই ধারাবাহিকতায় সিলেট শহরতলীর শাহপরান (র.) থানা এলাকায় বসবাসরত জকিগঞ্জবাসী গড়ে তুলেছেন জকিগঞ্জ একতা ফোরাম। লক্ষ একটাই ‘আমরা নয় দূর্ভল, ঐক্যই আমাদের বল’। অতি সম্প্রতি গড়ে উঠা সংগঠনটি মাত্র কিছুদিনের মধ্যে বেশ আলোড়ন সৃষ্ঠি করেছে। জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে শাহপরান (র.) থানা এলাকায় বসবাসরত জকিগঞ্জবাসীকে। গত ২৬ জুন বৃহস্পতিবার ফোরামের চামেলীবাগ ইসলামপুর মেজরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এম.এ. মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও তৌফিকুল ইসলাম ছাব্বিরের পরিচালনায় আয়োজিত সাধারণ সভায় ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি এম. এ মুকিত চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নুরুল হক চৌধুরী, সহ সভাপতি মোঃ আব্দুর রহমান সিদ্দিকী, কাজী রুনু মিয়া মইন, মাহবুবুল হক চৌধুরী, আব্দুস শহিদ মাসুক, শরীফ আাহমদ লস্কর, কাজী ফেরদৌস, আব্দুল মুছব্বির চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ শহিদুর রহমান তাপাদার চুনু, সহ সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান, অর্থ সম্পাদক হিলাল উদ্দিন চৌধুরী, সহ অর্থ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক সাজু ইবনে হান্নান খান, সহ দপ্তর সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল আহাদ, সহ প্রচার সম্পাদক সুমন চৌধুরী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এ,ইউ রানা, কর্মসংস্থান সম্পাদক ডাঃ মস্তাফা আহমেদ, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম (সাগর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব এনামুল হক জামাল, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহিল মারুফ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ উবায়দুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুবাদ বখত চৌধুরী রুবেল, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম.আই. হোসেন রুহেল, কমিটির অন্যান্য সম্মানিত সদস্য এবাদুর রহমান (ব্যাংকার), খলিলুর রহমান চাষী, এটি.এম মুনতাকিম, এটি.এম সেলিম চৌধুরী, ডাঃ আব্দুল হান্নান, ফখরুল ইসলাম, সাইদ নুরজ্জামান, ইশতিয়াকুর রহিম, হিফজুর রহমান খান, মো: আফতাব উদ্দিন, বদরুল হক, বুরহান উদ্দিন, আনোয়ারুল হক সুফিয়ান, শহিদ আহমেদ রিপন, সাইফুর রহমান, আশিক আহমদ রোকন, প্রফেসার মোয়াজ্জেম হোসেন, শামছুল ইসলাম, কয়েছ আহমদ তাপাদার, আনিস উদ্দিন চৌধুরী, শাহীন চৌধুরী ও এডভোকেট নয়ন প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !