স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল কারীম বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল সংগঠন এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। আলেমকুল শীরমণি আল্লামা হযরত শায়খ মামরখানী (রহ.) এর সুযোগ্য সন্তান মাওলানা আব্দুল করীম দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি গত ২৭ মে মঙ্গলবার জামেয়াতুল উম্মাহ মিলনায়তনে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের বিপূল ভোটে জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে বৃটেনের বিভিন্ন শহর থেকে অত্যান্ত উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আলেম-ওলামারা অংশ নেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামী ইউকে এন্ড আয়ারের সাবেক আমীর মাওলানা এ.কে.এম. মওদুদ হাছান। এছাড়া লন্ডন মুসলিম সেন্টারের খতিব মাওলানা হাফেজ আবুল হোসাইন খাঁন ও স্কল্যান্ড মসজিদের খতিব মাওলানা ছাদিকুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের ভোটে মাওলানা হেলাল উদ্দিন আহমেদ সভাপতি, মাওলানা আব্দুল কারীম জেনারেল সেক্রেটারী ও মাওলানা আবুল হাসানাত চৌধুরী টেজারার নির্বাচিত হন।
উল্লেখ্য যে, মাওলানা আব্দুল কারীম যুক্তরাজ্য খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !