স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের আটগ্রামস্থ মরিচাগ্রামের পার্শ্ববর্তী মাঠে মরিচা তরুন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা গত ৪ জুন বুধবার অনুষ্ঠিত হয়। দেড় মাসব্যাপী এই ফুটবল টুর্ণামেন্টে জকিগঞ্জ-কানাইঘাটের ২৮টি টিম অংশ নিলেও ফাইন্যাল খেলায় মুখোমুখী হয় মরিচা আলী জাহান বি-টিম বনাম উত্তর লক্ষিপ্রসাদ কানাইঘাট। ফাইন্যাল খেলায় এই দু’টি দল মুখোমুখি হলে বিরতির পূর্বেই মরিচা আলী জাহান বি-টিম উত্তর লক্ষিপ্রসাদ কানাইঘাটকে একটি গোল দেয়। বিরতির পর পুনরায় খেলা শুরু হলে উত্তর লক্ষিপ্রসাদ কানাইঘাট রেফারী কর্তৃক অফসাইড ঘোষণার পর পরই একটি গোল দিয়ে দেয়। তবে তাদের এই গোলটি বৈধ নয় বলে তাৎক্ষণিক খেলার রেফারীরা জানান। এ বিষয়টি নিয়ে উত্তর লক্ষিপ্রসাদ কানাইঘাট দলের খেলোয়াড়রা রেফারীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি সমাধানের জন্য উপস্থিত অতিথিবৃন্দসহ কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা আপ্রাণ চেষ্টা করে ব্যার্থ হন। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত খেলোয়াড়রা খেলেননি। পরিস্থিতি অনুকুলে না থাকায় খেলার আয়োজকরা ঐদিন কোন সিদ্ধান্ত না জানিয়ে খেলা মুলতবী ঘোষণা করেন। পরবর্তীতে খেলার রেফারীর সিদ্ধান্ত মোতাবেক গত ২৯ জুন রোববার বিকালে আটগ্রামের মরিচা এফআইভিডিবি স্কুল প্রাঙ্গনে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল জব্বারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্ঠা লুৎফুর রহমান, শফিকুর রহমান, অরনন্দ লস্কর, আব্দুর রাজ্জাক শামীম ও শ্রী অজয় লস্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবু আহমদ, সারওয়ার আহমদ, জামিল আহমদ, হাসান আহমদ, সাংবাদকর্মী মেহদী হেলাল ও নুমান আহমদ তালুকদার প্রমূখ। এ সময় খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মরিচা আলী জাহান বি টিমের খেলোয়াড়দের নিকট প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল তুলে দেন। তবে দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত উত্তর লক্ষিপ্রসাদ, কানাইঘাট টিমের কেউ এতে উপস্থিত ছিলেন না। তাই তাদের পুরস্কার একটি কম্পিউটার খেলা পরিচালনা কমিটির নিকট থেকে যায়।
উল্লেখ্য যে, গত ৪ জুন ফাইন্যাল খেলার পুরস্কার বিতরণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন জকিগঞ্জ-কানাইঘাটের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। কিন্তু খেলায় সমস্যা সৃষ্ঠি হওয়ায় সেদিন পুরস্কার বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে গত ২৯ জুন কোন বড় ধরণের অনুষ্ঠান ছাড়াই নিজেরা পুরস্কার বিতরণ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !