স্টাফ রিপোর্টার
গৃহবধু ধর্ষণের অভিযোগে জকিগঞ্জ থানার সাবেক ওসি ও বর্তমান কক্সবাজারের পেকুয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে গত ১৪ জুলাই সোমবার মামলাটি করা হয়। (সিপি মামলা নং-৬৫৫/১৪)। মামলাটি করেন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা গ্রামের নুর আহমদের স্ত্রী মর্তূজা বেগম (২৮)। বিচারক সাজেদুল করিম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। বাদী আবেদনে উল্লেখ করেন, ১০ জুলাই একটি মামলার বিষয় নিয়ে থানায় গেলে নানা কৌশলে ওসি হাবিবুর রহমান তাকে ওসির শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেন ওসি। তাছাড়া আদালতে মামলা করলে উল্টো মামলা দিয়ে ওই গৃহবধূকে জেলে পাঠানোরও হুমকি দেয়া হয়। অবশেষে মর্তূজা বেগম গত সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইইব্যুনাল আদালতে ওসির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এছাড়া গত ১৬ জুলাই বুধবার কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে ঘুষের আরেকটি মামলা করেন একই উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের লবণ ব্যবসায়ী আব্বাছ উদ্দিন। এর আগে ২০১৩ সালে কক্সবাজারের মহেশখালী থানায় ওসির দায়িত্ব পালনকালে মহেশখালী উপজেলার ঘোনারপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী তৈয়বা বেগমকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছিল। (মামলা নং ১১৬/১৩ ইং)। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়েছিল। অভিযুক্ত ওসি হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ষড়যন্ত্র ছাড়া কিছুই না।’
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !