স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে একের পর এক সড়ক দূর্ঘটনার রেশ কাটতে না কাটতে গত ৫ জুলাই শনিবার মধ্যরাতে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা গাড়ি জকিগঞ্জ-রতনগঞ্জ রোডের তালগাং নামক স্থানে মুখোমুখী ধাক্কা দিলে গাড়ি দু’টি স্থানীয় আছিরখালে পড়ে যায়। এতে প্রায় ১৫ জনের মতো যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন লেগুনা চালক হাড়িকান্দী গ্রামের কালা (২৫), পিকআপ চালক দৌলতপুর গ্রামের বাচ্চু (২৭), পীরেরচকের মুকুল (৩৫), গন্ধদত্ত গ্রামের কাশেম (২৩), রঘুরচকের রাজু (১৮), মাইজকান্দি গ্রামের মলাই মিয়া (৫২), লিটন (২১), সদরপুর গ্রামের মুখতার (২৭), নিজাম (৩৫), আনন্দপুর গ্রামের পত্রিকা বিক্রেতা আং কাইয়ুম (৪০), আং কুদ্দুছ (৩০), ময়নুল হক (২৭), লামারগ্রামের আং মান্নান (৩৫), নওয়াগ্রামের আব্দুল আলিম (২৮) প্রমূখ। আহত কয়েকজন যাত্রী বলেন, গাড়ি দু’টি আছিরখালে পড়ে একেবারে ডুবে পানির নীচে চলে যায়। ফলে যাত্রীরা চরম বিপাকে পড়েন। একদিকে গভীর রাত উদ্ধারের কেউ নেই। অপর দিকে ছোট একটি গাড়ির মধ্যে ১৮/২০ জন লোক কিভাবে এক সাথে বের হবে। একটু দেরীতে যে বের হবে তার তো বাঁচার কথা নয়। এরপরও আল্লাহর মেহেরবাণীতে সকলে আহত অবস্থায় উঠে আসেন। তবে যাত্রীদের সীমাহীন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !