
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের চৌধুরী বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২২ জুন বুধবার সন্ধায় এক সংর্বধনা সভার আয়োজন করা হয়। চৌধুরী বাজার বঙ্গবন্ধু পরিষদের সদস্য ও ছাত্রলীগ নেতা আব্দুল মতিনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এ সংর্বধনা সভার আয়োজন করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা আতাউর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মেহদী হেলালের উপস্থাপনায় আয়োজিত সভার উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আব্দুল আহাদ, সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা কামিল আহমদ তাপাদার, ইন্দ্রজিৎ বিশ্বাস, মারুফ আহমদ ও মাহফুজুর রহমান মুন্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সশদর দাস, আওয়ামীলীগ নেতা ছালিক আহমদ, মোর্শেদ আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মুকিত, শ্রমিকলীগ নেতা বুদুর আহমদ, ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান, জাকারিয়া আহমদ ও মানিক লাল বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা বলেন, আব্দুল মতিন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর অনুপস্থিতি যেমন কষ্টদায়ক ঠিক তেমনি আনন্দদায়কও বটে। কেননা তিনি প্রবাসে গিয়ে যদি সংগঠনের কাজ সক্রিয়ভাবে করেন তবে বর্হিঃবিশ্বে আমাদের সকলের মুখ উজ্জল হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তাকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !