স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ শাখার এক সভা গত ৫ জুলাই শনিবার মুলিকান্দিস্থ শ্রী শ্রী রাধামদন গোপাল আশ্রমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নীলমনি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথের সঞ্চালনে এতে বক্তব্য রাখেন জ্যোতিষ চন্দ্র পাল, শীতাংশু বিশ্বাস, কিরন বিশ্বাস, সুজন দে, ডা. দিলিপ দাস, সজল বর্মণ, জয়লাল বিশ্বাস, অপূর্ব পাল, মঙ্গলাল বিশ্বাস, ডা.দীনেশ চনাদ, নীলমনি দাস, তরুন বিশ্বাস, সুষেন্দ্র রায়, সুধন্য বিশ্বাস ও বিরাট রায়। সভায় ১১ জুলাই মানিকপুর ইউনিয়ন কমিটি ও ১২ জুলাই বারহাল ইউনিয়ন কমিটি গঠনের সিন্ধান্ত গৃহিত হয়। এছাড়া আসন্ন শুভ জন্মাষ্ঠমী উদ্যাপনের জন্য আলোচনা অনুষ্ঠিত হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !