স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদ্রাসা ও মানিকপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিগঞ্জ বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়। ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের আহ্বায়ক আব্দুল মুকিত। সভায় বক্তব্য রাখেন দেলওয়ার হুসেইন চৌধুরী, রুহুল আমীন, কসকনকপুর ইউপি তালামীযের সভাপতি কামরুল হুদা, কাজলসার ইউপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মানিকপুর ইউপি সাধারণ সম্পাদক আখতার হোসেন চৌধুরী, আহমদ হোসাইন আইমান, রেদওয়ান আহমদ চৌধুরী, মাতাব উদ্দিন, ফখরুল ইসলাম, সুমন আহমদ, মায়রুফ আহমদ, জহির উদ্দিন, ছালিক আহমদ, মিনহাজ আহমদ, মিজান আহমদ, আব্দুশ শাকুর ও সাজু আহমদ প্রমুখ।
এদিকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৩নং কাজলসার ইউপি শাখার উদ্যোগে স্থানীয় আটগ্রাম বাস ষ্টেশনে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কাজলসার ইউপি তালামীযের সভাপতি নজির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর পরিচালনায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের আহ্বায়ক আব্দুল মুকিত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সদস্য সচিব মোঃ আবু সুফিয়ান, মাওঃ হারুনুর রশিদ, হাফিজ আব্দুশ শাকুর, মানিকপুর ইউপি সাধারণ সম্পাদক আখতার হোসেন চৌধুরী, আহমদ হোসাইন আইমান, সুমন আহমদ, হোসাইন আহমদ, সুহেল আহমদ ও আব্দুল মুকিত প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !