গাজায় ফিলিস্তিনী বসতির উপর চলছে বেপরোয়া ইসরাইলী হামলা। ইসরাইলী হামলায় গত দেড় সপ্তাহে সেখানে শত শত বেসামরিক লোক নিহত হয়েছে। এর অধিকাংশই শিশু। ইসরাইলী এই বর্বর ও জঘন্য হামলার বিরুদ্ধে বিশ্বের তাবদ শান্তিকামী মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকেও ইতিহাসের এই নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং অবিলম্বে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্যে জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহবান জানানো হয়েছে। বাংলাদেশের মানুষ সব সময়ই ফিলিস্তিনীদের ন্যায় সংঘত দাবির প্রতি পূূর্ণ সমর্থন দিয়ে আসছে এবং সে সমর্থন ততদিন থাকবে যতদিন ফিলিস্তিনী সমস্যার সমাধান না হয়। বিশ্বের সকল শান্তিকামী মানুষও চায় ফিলিস্তিনী সমস্যার স্থায়ী সমাধান। কিন্তু জয়নবাদী ইসরাইল একক ভাবে ফিলিস্তিনীদের উপর বছরের পর বছর যুগের পর যুগ অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই ধারার কোন পরিবর্তন হয়নি জয়নবাদী রাষ্ট্রটির, যদিও মুখে সে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মতোই শান্তির কথা বলে। কিন্তু কার্যত: সে পুরোটাই উল্টো কাজ করে। যেমনটি এখন করে চলেছে। ইসরাইল মধ্যপ্রাচ্যের ছাড়িয়ে আছে ইঙ্গ মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ মদদে বিষ ফোড়ার মতো। যা শান্তিকামী মানুষকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্য ফেলছে এবং নিজ ভূমিতে ফিলিস্তিনীদের পরবাসী করে রেখেছে। জয়নবাদী এই রাষ্ট্রটির সর্বগ্রাসী থাকায় ক্ষত বিক্ষত হচ্ছে গাজায় ফিলিস্তিনীরা। এই মানবতা বিরোধী তৎপরতা রোধ করতে চাই তামাম বিশ্বের মুসলমানদের বৃহত্তর ঐক্য ও ফিলিস্তিনী জনগণের সাথে সংহতি। অবশ্য বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে প্রতিবাদের ঢেউ উঠেছে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, জকিগঞ্জের ধর্মপ্রাণ মানুষ এখনও অনেকটা নীরব। এ পর্যন্ত শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল ও সম্প্রতি জকিগঞ্জবাসীর ব্যানারে একটি মানববন্ধন ছাড়া আর কিছুই চোঁখে পড়েনি। ধর্মপ্রাণ জকিগঞ্জবাসীর কাছ থেকে মাত্র এই টুকু কাম্য নয়। আমরা মনে করি, জকিগঞ্জের সর্ব মহল থেকে এর প্রতিবাদ আসা উচিত। বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই অবিলম্বে ফিলিস্তিনিদের উপর থেকে ইসরাঈলী হামলা বন্ধ না করলে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো। একই সাথে জাতি সংঘের নিকট আমাদের জোর দাবী অবিলম্বে হামলা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। যে কোন ভাবেই হোক ইসরাইলের ওই হত্যাযঞ্জ ও সর্বগ্রাসী আগ্রাসন থামাতে হবে। এ জন্যে সব আগে ইসরাইলকে বাধ্য করতে হবে যুদ্ধ থামাতে বা হামলা বন্ধ করতে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !