শ্রী শ্রী গুরু করুনা নিকেতন, মির্জারচক-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ জুলাই জকিগঞ্জ উপজেলার মির্জারচক গ্রামে শ্রী শ্রী গুরু ব্রজকিশোর সংঘ ও পল্লীশ্রী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্দ্যেগে সার্বজনীনভাবে অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী মন্টু রাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী হৃদয় রঞ্জন বিশ্বাস। বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !