----------মাওলানা আব্দুর রব ইউসুফী
স্টাফ রিপোর্টার
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, দেশ-জাতি আজ রাজনৈতিক প্রতিহিংসার কবলে নিমজ্জিত। প্রচলিত গণতন্ত্র আমাদেরকে হত্যা, গুম আর নৈরাজ্যকর পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মানব রচিত কোন মতবাদে মানুষের শান্তি আসতে পারেনা, কেবল মাত্র মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর আদর্শ অনুস্মরনেই শান্তির আশা করা যায়। চলমান রাজনৈতিক হানাহানি থেকে জাতিকে মুক্তিপেতে হলে হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পতাকাতলে সবাইকে সমবেত হয়ে একযুগে কাজ করতে হবে। ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্ম মতের লোকদেরও নিরাপত্তার বিধান রয়েছে উল্লেখ করে মাওলানা ইউসুফী বলেন, ইসলাম বিরোধী অপশক্তির মোকাবেলায় জাতীয় সংসদে আলেমদের প্রতিনিধিত্ব প্রয়োজন। তিনি সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে আগামীতে নির্বাচিত করার জন্য উপস্থিত জনতার প্রতি আহবান জানান। গত ২৩ জুন সোমবার জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জমিয়ত সভাপতি শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সম্মেলন বাস্তবায়ন কমিটির সেক্রেটারী মাওলানা মুহাম্মদ রায়হান উদ্দীনের উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, মহানগর সেক্রেটারী মাওলানা হাফিজ আবদুর রহমান সিদ্দিকী, প্রখ্যাত মুফাস্সিরে কোরআন মাওলানা ক্বারী আব্দুল মতিন, আল ফালাহ সিন্ডিকেটের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা খায়রুল হোসেন, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতী শিব্বির আহমদ, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছাব্বির, তরুণ রাজনীতিবীদ মাওলানা জয়নুল আবেদীন, জেলা জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, মাওলানা বিলাল আহমদ ইমরান, মাওলানা মুফতী শফিকুল হক, মাওলানা মুফতী ইবাদুর রহমান, সৈয়দ একরামুল আজিজ, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা মুফতী মাসউদ আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হযরত মাওলানা জাওয়াদুর রহমান, সাংবাদিক বদরুল হক খসরু, সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব জাদায়ে মামরখানী প্রমূখ। মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণ বিপন্ন। মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। গুম, খুন, হত্যা, অপহরণ আর রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সন্ত্রাস-রাহাজানীর মহোৎসব চলছে। এভাবে একটি দেশ চলতে পারেনা। এমতাবস্থায় ইসলাম, দেশ ও জাতীর স্বার্থে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বর কোন বিকল্প নেই। অনুষ্ঠানে ছাহেব যাদায়ে মামরখানি মাওলানা আব্দুল জব্বার, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আব্দুল কাদিরসহ বিশিষ্ট কয়েকজন আলেম ও ব্যবসায়ী মাওলানা আব্দুর রব ইউসুফীর হাতে ফুলের তোড়া দিয়ে জমিয়তে যোগদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !