থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে গত ৪ জুন বুধবার রাতে দু’পক্ষের সংঘর্ষে ১০ জনের অধিক লোক আহত হন। জানা যায়, জামুরাইল গ্রামের ফিরোজ আলীর ছেলে রশিদ আহমদের সাথে গোটারগ্রাম (কড়ই মোড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ফয়জুর রহমান ফজই মিয়ার জায়গা ও গরুর টাকা নিয়ে বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও পথচারিরা আতংকিত হয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতরা হলেন জামুরাইল গ্রামের মৃত বশির আহমদের ছেল শাহীন আহমদ (১৭), মৃত আব্দুশ শুকুরের ছেলে নিজাম উদ্দিন (২৬), মৃত মন্তাজ আলীর ছেলে আলতাফুর রহমান (২০), মৃত আব্দুন নুরের ছেলে ফারুক আহমদ (২৭), গোটারগ্রামের খলকু মিয়ার ছেলে সাবুল আহমদ (২৮), জবলু আহমদ (৩০), মৃত তজমুল আলীর ছেলে আব্দুল মতিন (৩৮), বেড়ৃ মিয়ার ছেলে কয়সর আহমদ (৩২), জামুরাইল গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে মতি মিয়া (৪৮) ও মৃত মশাহিদ আলীর ছেলে আব্দুল মতিন (৫০)। আহতদের তাৎক্ষিণ জকিগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে গুরুতর আহত জামুরাইল গ্রামের মৃত বশির আহমদের ছেলে শাহীন আহমদ সহ উভয় পক্ষের ৫/৬ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জামুরাইল গ্রামের ফিরোজ আলীর ছেলে রশীদ আহমদ বাদী হয়ে অপরপক্ষের ৭ জনের নাম উল্লেখ করে দায়ের করেন। একই সাথে গোটারগ্রাম (কড়ই মোড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ফয়জুর রহমান ফজই মিয়া পাল্টা ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরেকটি মামলা দায়ের করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !