স্টাফ রিপোর্টার
আজ ১৫ জুন রোববার থেকে শুরু হচ্ছে জকিগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চলবে ২৪ জুন মঙ্গলবার পর্যন্ত। এবারের হালনাগাদকৃত ভোটার তালিকায় ১৯৯৭ সালে ১লা জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হবে। একই সাথে ভোটার স্থানান্তর, সংশোধন ও মৃতদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তাই ১৫ জুন থেকে মোট ১০দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। পরে ভোটার নিবন্ধনের জন্য সংশ্লিষ্টদের নিবন্ধন কেন্দ্রে যেতে হবে। জকিগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই থেকে ৮ আগষ্ট পর্যন্ত পৃথকভাবে জকিগঞ্জের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটার নিবন্ধন করা হবে। নিবন্ধন পরিকল্পনার মধ্যে রয়েছে বারহাল ইউনিয়নে আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত, বিরশ্রী ইউনিয়নে আগামী ৩ আগষ্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত, কাজলসার ইউনিয়নে আগামী ১৮ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত ও বারঠাকুরী ইউনিয়নে আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত স্ব স্ব ইউনিয়ন অফিসে নিবন্ধন করা হবে। এছাড়া খলাছড়া ইউনিয়নে আগামী ৩ আগষ্ট থেকে ৪ আগষ্ট পর্যন্ত ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে, জকিগঞ্জ ইউনিয়নে আগামী ৫ আগষ্ট থেকে ৬ আগষ্ট পর্যন্ত সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে, সুলতানপুর ইউনিয়নে আগামী ৬ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত গঙ্গাজল (খ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, কসকনকপুর ইউনিয়নে আগামী ২১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে, মানিকপুর ইউনিয়নে আগামী ২২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ইছামতি উচ্চ বিদ্যালয়ে ও জকিগঞ্জ পৌরসভায় আগামী ৭ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত ভোটারদের নিবন্ধন করা হবে। জেলা নির্বাচন অফিস জানায়, ২০১৪ সাল ও ২০১৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যারা ভোটারযোগ্য হবেন তাদের হালনাগাদের অন্তর্ভূক্ত করা হবে। আগামী জানুয়ারীর শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাতে আগামী বছরের শুরুতে চুড়ান্ত তালিকাও করা সম্ভব হয়।
উল্লেখ্য যে, জকিগঞ্জে সর্বশেষ ২০১২ সালে ভোটার তালিকা হালনাগদ হয়েছিল। সে সময়ের ভোটার তালিকা অনুযায়ী জকিগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৬০৬ জন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !