ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ আঞ্চলিক শাখার উদ্যোগে গত ১৫ জুন রোববার বাদ জোহর শাহবাগ হাইস্কুল মাঠে এসএসসি/ দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা আব্দুল হাফিজ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদের পরিচালনায় আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সু-সাহিত্যিক মাওলানা বিলাল আহমদ ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও উপজেলা ১৯ দলীয় জোটের সদস্য সচিব মুফতী এবাদুর রহমান, জেলা জমিয়ত নেতা মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক জমিয়তের আহ্বায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ লুৎফুর রহমান, সৌদী প্রবাসী জমিয়ত নেতা মাওলানা ক্বারী আব্দুর রহমান, স্পেন জমিয়ত নেতা হুসবান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুর রশীদ, হাফিজ মনসুর আহমদ, আব্দাল আহমদ, আব্দুল খালিক রুবেল ও আখতার আহমদ প্রমুখ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিলাল আহমদ ইমরান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করা সম্ভব। জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশ ও বিদেশের মাটিতে কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। মোনাজাতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !