স্টাফ রিপোর্টার
নারীরাই সমাজের একটি বিশাল অংশ। নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন পিছিয়ে থাকবে। তাই সমাজের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে নারীদের এগিয়ে নিতে প্রতিটি দল ও মতের মানুষ আগ্রহী। এজন্য নারীদের আগ্রহী হতে হবে। এগিয়ে আসতে হবে সমাজের উন্নয়নমূলক কাজে। গত ৫ জুন বৃহস্পতিবার জকিগঞ্জ পৌর শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে নারীদের নিয়ে আয়োজিত “নারীর জয়ে সবার জয়” শীর্ষক ক্যাম্পেইনে বক্তারা উপরোক্ত কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-আঞ্চলিক সমন্বয়কারী রাহিমা বেগমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক ও সহযোগী প্রোগ্রাম সমন্বয়কারী প্রিয়াংকা মজুমদার ও ইন্টার্ন ফারহা রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলালীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদিকা নারীনেত্রী মাজেদা রওশন শ্যামলী, মহিলা কাউন্সিলার জোসনা খানম, নারীনেত্রী রুমানা তাসমিন বন্যা, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিন ও আহমদুল হক চৌধুরী বেলাল প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !