
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের সম্পদ নিজের নামে করে নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জালিয়াতির মাধ্যমে ৬টি সৃষ্ট জাল দলিল তৈরী করে প্রবাসী ভাই আজিজুর রহমান ও নজরুল হকের সম্পদ নিজের নামে নামজারী করে নিয়েছেন জকিগঞ্জের কান্দিগ্রাম গ্রামের মনজির আলীর ছেলে সমছুল হক। উক্ত নামজারীকৃত জমি বিক্রি করতে গিয়ে বিষয়টি জানাজানি হয়। ভাইগণ প্রবাসে থাকায় তাদের পক্ষে ভাগিনা ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ করে নামজারী বাতিলের আবেদন করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালের ৭৮২০নং দলিল, ১৯৮০ সালের ১০৮০ নং দলিল, ১৯৭৮ সালের ৫৮৩৬ নং দলিল, ১৯৯৮ সালের ৪৮৩১ দলিল, ১৯৮৫ সালের ৫৮২০ দলিল, ১৯৮০ সালের ৪৮২০ নং দলিল দেখিয়ে নিজের নামে নামজারী করে নেন সমছুল হক। জানা যায়, এসব দলিলের প্রকৃত ক্রেতা বিক্রেতা ও দাগ খতিয়ানের সাথে নামজারীকৃত দলিলের কোন মিল নেই। সম্পূর্ণ ভূয়া সৃজিত দলিল দিয়ে প্রবাসী ভাইদের জমি তার নামে নিয়ে নিয়েছেন সমছুল হক। উক্ত সৃজিত দলীলগুলোর লিখক হিসাবে যার নাম রয়েছে তিনিও মৃত। অভিযোগকারীরা জানান, এছাড়াও তিনি আরোও ১৪টি দলিল জালিয়াতি করে অন্যের সম্পদ নিজের নামে করে নিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত সমছুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি অন্যের জমি নামজারী করেন নাই। সৃজিত দলিল সম্পর্কেও তিনি কিছু জানেননা বলে জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !