স্টাফ রিপোর্টার
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ১২টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশ গ্রহণে অর্থমন্ত্রী এ এম এ মুহিত আন্ত: উপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩-২০১৪ এর গত ৬ জুন শুক্রবারের খেলায় জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে হারিয়েছে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। বেলা আড়াইটায় সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। শুরু থেকেই উভয় দল কে কাকে হারাবেন এ নিয়ে চলছিল তীব্র লড়াই। খেলার বিরতীর আগে কোন দল গোল দিতে পারেনি। অবশ্য পরে বিয়ানীবাজার ১টি গোল দেয়। কিছুক্ষণ যেতে না যেতে পাল্টা গোল দেয় জকিগঞ্জ। দু’দলের উত্তেজনাকর মূহুর্তগুলোতে দর্শকরা বেশ আনন্দ পেয়েছেন। কিন্ত খেলা শেষ হওয়ার পূর্ব মূহুর্তে ১টি গোল দেয় বিয়ানীবাজার। সেই গোলটি হওয়ার সময় অফসাইড হলে জকিগঞ্জ আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেনি। কিছু সময় এ বিষয় নিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে খেলার পরিচালক তার সিদ্ধান্তে অটল থাকায় ১ গোলে বিয়ানীবাজার বিজয়ী হয়।
প্রসঙ্গত গত ৩ জুন জকিগঞ্জ বনাম দক্ষিণ সুরমার মধ্যকার খেলায় একটি সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছিলেন খেলার পরিচালক। সেদিনও ১ গোলে হেরেছিল জকিগঞ্জ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাকে ম্যাচ থেকে বাদ দেওয়া হয়। শুক্রবারের খেলায় ফের পরিচালকের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ আসে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !