স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানায় একটি গাড়ি দিয়ে বিশাল হৃদয়ের পরিচয় দিলেন প্রবাসী ছহুল আহম্মেদ চৌধুরী। সিলেট জেলা শহর থেকে প্রায় শত কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জ থানা পুলিশ দীর্ঘদিন থেকে পর্যাপ্ত গাড়ি সংকটে ভূগছিলেন। ওসি জামশেদ আলম জকিগঞ্জ থানায় যোগদানের পর পরিচয় হয় যুক্তরাজ্য প্রবাসী ছহুল চৌধুরীর সাথে। পরিচয়ের পর জকিগঞ্জ থানা পুলিশের গাড়ি সংকটের বিষয়টি ওসি জামশেদ আলম প্রবাসী ছহুল চৌধুরীর নিকট তুলে ধরেন। পরবর্তীতে গত ২৯ মে বৃহস্পতিবার জকিগঞ্জ থানার কালিগঞ্জ বাজারে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম সেবা জকিগঞ্জ থানায় পুলিশের টহল ডিউটির জন্য পর্যাপ্ত গাড়ি না থাকার বিষয়টি তুলে ধরেন। পুলিশ সুপারের কথা শুনে স্বপ্রনোদিত হয়ে প্রবাসী ছহুল আহম্মেদ চৌধুরী জকিগঞ্জ থানায় একটি গাড়ি প্রদানের ঘোষণ্ াদেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ জুন বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম সেবার নিকট একটি টাটা গাড়ির চাবি ও কাগজ-পত্র হস্তান্তর করেন। এ সময় জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !