স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরের আয় ধরা হয়েছে ৫৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৮ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৫৪ লক্ষ ৮৫ হাজার ৪৪৮ টাকা। বাজেট পেশকালে আয়ের উৎস দেখানো হয়, আগত তহবিল থেকে ৭ হাজার টাকা, নিজস্ব উৎস থেকে ৪ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা, সংস্থাপন থেকে ৬ লক্ষ ৭ হাজার ৯৪৮ টাকা, সরকারী উন্নয়ন অনুদান থেকে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদ সূত্রে প্রাপ্ত অনুদান ২৩ লক্ষ ৯১ হাজার টাকা ও বিবিধ আয় থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা। অন্যদিকে ব্যায়ের খাত দেখানো হয়, সংস্থাপন ব্যায় ৮ লক্ষ ৮৮ হাজার ২৪৮ টাকা, যোগাযোগ উন্নয়ন খাতে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা, স্বাস্থ্য উন্নয়ন ও স্যানিটেশন খাতে ৭০ হাজার টাকা, কৃষি উন্নয়ন খাতে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও বিবিধ খাতে ৭ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা। গত ৪ জুন বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুস সাত্তারের পরিচালনায় আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাসের পরিচালক বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজির উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, আওয়ামীলীগ নেতা তুতিউর রহমান, সাবেক চেয়ারম্যান মরহুম ঝনকি মিয়ার পূত্র কহেল রানা সুজাত চৌধুরী ও ইউপি সদস্য মোস্তফা কামাল প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, জকিগঞ্জ থানার এসআই মোঃ শরীফ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মখলিছুর রহমান মেখন, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করীম, ইউপি সদস্য সালেহা বেগম, ছকিনা বেগম, হামিদা আক্তার কল্পনা, শামীম আহমদ খাঁন, আব্দুল খালিক, হৃদয় রঞ্জন বিশ্বাস, মোঃ সিরাজুল ইসালাম, আব্দুছ সুবহান, মোঃ তজমুল আলী, মোঃ মুজিবুর রহমান ও আব্দুল মান্নান প্রমূখ।
অনূষ্ঠানে বক্তারা বাজেট নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া সকল অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুস সাত্তার জেলার দুই বারের শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !