
স্টাফ রিপোর্টার
এলাকার কাউকে না বলে বা কারো মতামত না নিয়ে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাগেশ্বর বিশ্বাস এলাকাবাসীর অজ্ঞাতে অপকৌশলের মাধ্যম নিজের পছন্দের লোক নিপেন্দ্র দাসকে সভাপতি করেন। তাকে সভাপতি করে ভগেশ্বর বিশ্বাস কমিটির সিংহভাগ সদস্যসহ এলাকাবাসী কাউকে না জানিয়ে তড়িগড়ি করে শিক্ষা অফিসে জমা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া বিগত কয়েক বছরে বিদ্যালয়ের সভাপতি নিপেন্দ্র চন্দ্র দাস গং কর্তৃক বিদ্যালয়ের সংস্কার ও শিক্ষাখাত ইত্যাদিতে বরাদ্ধকৃত সরকারি অনুদান টিআর, কাবিখা ও জেলা পরিষদ থেকে পাওয়া অর্থ তসরুফ করেছেন বলেও অভিযোগ প্রদান করেন। এলাকাবাসী উল্লেখ করেন, বিদ্যালয়ের আয় ও ব্যায়ের হিসেব চাইলে তিনি নানা টালবাহানায় কালক্ষেপন করতে থাকেন। এলাকাবাসীর পক্ষে দায়েরকৃত এই অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্রনোবীর বিশ্বাস, বাবুল কুমার দাস, আব্দুল মানিক, মনিলাল বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, মদন মোহন বিশ্বাস, সীতারানী বিশ্বাসসহ প্রায় ৫৭জন। অভিযোগপত্রে তারা বলেন, অবিলম্বে অবৈধভাবে দাখিল করা অপ:কমিটি বাতিল করে বিহীত ব্যবস্থা নেয়া জরুরী। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাগেশ্বর বিশ্বাস বলেন, ১১জন সদস্যের মধ্যে ৮জন উপস্থিত থেকে প্রায় সকলের মতামতের ভিত্তিতে সভাপতি নির্ধারণ করা হয়। নিপেন্দ্র দাস সরকারি অনুদান তসরুফ করেছেন এমন অভিযোগ তার জানা নেই। যদি হয়ে থাকে তাহলে আগের প্রধান শিক্ষক থাকাকালে এমন হতে পারে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !