স্টাফ রিপোর্টার
সিলেটস্থ জকিগঞ্জ একতা ফোরামের উদ্যোগে গত ২৪ মে শনিবার মেজরটিলা চামেলীবাগস্থ হিলাল উদ্দিন চৌধুরী বাসায় ফোরামের ওয়ার্কিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। দি একমি কোং লিঃ এর বৃহত্তর সিলেট জেলার ডিষ্ট্রিবিউটর মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও ডাঃ শহিদুল ইসলাম চুনুর পরিচালনায় আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১২ জুন রাত ৭ ঘটিকার সময় এক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। এতে শাহপরান থানাধীন বসবাসরত জকিগঞ্জ বাসীর উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !