---------- এএসপি ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) ফারুক আহমদ বলেছেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। সমাজের আইন শৃংখলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণ পুলিশের সাহয্যে এগিয়ে আসলে বা জনগণ পুলিশকে সহযোগীতা করলে সমাজের আইন শৃংখলা উন্নয়ন সম্ভব। তিনি গত ৩০ মে শুক্রবার জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মরহুম সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত অপরাধ দমনে পুলিশের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী সাইফুদ্দ্নী চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এখলাছুর রহমান এবং জাকিরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দেলওয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি রওশনারা বেগম, ইউপি সদস্য ছালিকুর রহমান, সমাজসেবী আব্দুস ছত্তার কুটু মনি মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী বুরহান উদ্দিন রনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের শামসুল ইসলাম, তাজুল ইসলাম ও শিক্ষক ময়নুল হক প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !