স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে শীত গ্রীষ্ম সব সময়ই বিদ্যুতের লোডশেডিং এর ভোগান্তি রয়েছে। জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনরা লোডশেডিংয়ে যার পর নাই কষ্ট করে আসছেন যুগের পর যুগ। বিদ্যুৎ না থাকলে মোমবাতি বা হারিকেন কিছুই থাকে না অনেক সময়। হাসপাতালে জেনারেটর থাকলেও তেলের অভাবে তা চালাতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ। তেল থাকলেও জেনারেটরের চালক না থাকায় সেটি বিকল থাকতো। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের কষ্ট দেখে জকিগঞ্জের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ এগিয়ে আসেন। তার উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৬ মে সোমবার সৌর বিদ্যুতায়ন করা হয়েছে। হাসপাতলের বাথরুম, সিঁিড়, ইমার্জেন্সি, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, নার্স কক্ষসহ পুরো হাসপাতালে বাতি দিয়ে আলোকিত করা হয়েছে। হাসপাতালে সৌর বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী, ডা. রওশন আরা, সাংবাদিক বদরুল হক খসরু, শ্রীকান্ত পাল ও এনামুল হক মুন্না প্রমুখ। উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন- মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে মানুষের কাজ করার জন্য। আমি সাধ্য মতো চেষ্টা করছি জকিগঞ্জবাসীর সেবার জন্য। ডা. আব্দুল্লাহ আল মেহেদী উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাসপাতলে সৌরবিদ্যুতায়নের ফলে বড় ধরণের উপকৃত হবে রোগীরা। হাসপতালে আসা আমবাড়ির আফিয়া বেগম বলেন- ‘আল্লায় তানর বালা করউক্কা। আসপাতাল আইলে আর আন্ধাইরো থাকা লাগত নায়’।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !