
স্টাফ রিপোর্টার
পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রহিমপুরী খাল গভীর করে খননের ফলে ধ্বসে পড়েছে রহিমপুরী জামে মসজিদ। এ কারণে দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে মসজিদে নামাজ পড়তে পারছেননা এলাকাবাসী। এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বরাবরে মুসল্লিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, ২০১১ সাল থেকে পাউবো বোরো চাষের জন্য পাম্প হাউস নির্মাণের জন্য রহিমপুরী খালে কাজ চালিয়ে যাচ্ছে। চলতি বছরের ২১ এপ্রিল রাতের আধারে পাউবোর কর্মকর্তা ও কাজের ঠিকাদারের উপস্থিতিতে পাম্প হাউসের গভীর খনন কাজ সম্পন্ন করে। ফলে খালের পারে বড় বড় ফাটল দেখা দেয়। এরই ধারবাহিকতায় রহিমপুরী জামে মসজিদের ইমামের ঘর, মিনার, ডিপটিউবওয়েলসহ বেশ কয়েকটি গাছ খালে ধ্বসে পড়ে। একই সাথে পার্শ্ববর্তী একটি গোরস্থানও খালে ধ্বসে পড়ে। এক পর্যায়ে রহিমপুরী মসজিদের একটি অংশ ধ্বসে পড়ে। এ থেকে এখন পর্যন্ত সে এলাকার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারছেন না। শুধু তাই নয় মক্তব পড়–য়া শিক্ষার্থীরাও ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাম্প হাউসের ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার হাসান এন্ড ব্রাদার্স। তারা মসজিদের ক্ষতিপূরণ দেবে বলে বার বার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তব কোন পদক্ষেপ নিচ্ছেনা। তাই এলাকাবাসী অনতিবিলম্বে মসজিদটি নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ মহলের নিকট জোর দাবী জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !