স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ শুল্ক স্টেশনে রহস্যজনক চুরির খবর পাওয়া গেছে। জানা যায়, স্টেশনে বরাদ্ধকৃত নতুন ফরমালিন পরীক্ষার মেশিনটি গত ১৪ জুন শনিবার রাতে রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। দীর্ঘদিন পরে পাওয়া এ মেশিনটি ব্যবহারের আগেই চুরি হওয়ায় এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় অনেকে জানান, এটা চুরি না অন্য কিছু তা খতিয়ে দেখা দরকার। কেননা মেশিনটি আসার সাথে সাথে কিভাবে বহিরাগত চুর খবর পেল তা চিন্তার বিষয়। তবে জকিগঞ্জ শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা শেখ আব্দুর রহমান বলেন, বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকারে শুল্ক স্টেশন অফিসের পিছনের দরজা ভেঙ্গে চুরেরা ফরমালিন পরীক্ষার নতুন মেশিন, কলিং বেল ও বেলের রিমোট চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, গত ১ জুন সিলেট কাস্টমস্ বিভাগীয় অফিস থেকে এ মেশিনটি সরবরাহ করা হয়। যা একদিনও ব্যবহৃত হয়নি। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !