স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে ২ জন খুন হয়েছেন। নিহতরা হলেন মহিদপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী হাজেরা বেগম (৫০) ও অপর পক্ষের আব্দুল ওয়াহিদ (৫৫)। জানা যায়, গত ১০ জুন মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির সীমানার পানি নিস্কাসনের খাল নিয়ে তর্কে লিপ্ত হয়ে পড়ে দু’পক্ষ। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে ৫/৬ জন লোক গুরুতর আহত হন। আহতদের মধ্যে হাজেরা বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান ও আব্দুল ওয়াহিদ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় এক সাপ্তাহ পর গত ১৭ জুন মারা যান। আহতদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ এক সাপ্তাহের ব্যবধানে জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি দু’টি খুনের মামলা দায়ের করেছেন।
এদিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, শালিশী ব্যাক্তিত্ব নুরল হক তালুকদারকে হয়রানী মুলকভাবে লোকমান আহমদ কর্তৃক দায়েরকৃত হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে স্থানীয় ঘাটের বাজারে ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ সমাজসেবী মাহতাব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মঞ্জুরুল হামিদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সুমন চৌধুরী ও আতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা ১০ জুনের মহিদপুরের হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের শাস্তি দাবী জানান। বক্তারা ঘাটের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, শালিশী ব্যাক্তিত্ব নুরল হক তালুকদারকে হয়রানী মুলকভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে তাকে মামলা থেকে অব্যাহতির দাবী জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !