স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ১ জুন রোববার দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য মাষ্টার আব্দুস ছুবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী খলিল উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাাকীম হায়দর। বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সহ-সভাপতি কুতুব উদ্দিন, মানবাধিকার কমিশনের পৌর সভাপতি ফুরকান আহমদ মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কাউন্সিলর ময়নুল হক রাজু, সাংবাদিক শ্রীকান্ত পাল, এনামুল হক মুন্না, আবু বকর মোঃ ফয়ছল, ব্যবসায়ী আব্দুল মন্নান ও সাবেক সুবেদার ফজলুর রহমান প্রমুখ। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী গণসঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আব্দুর রউফ ও তার দল। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে এর বিরুদ্ধে গণসচেতনতার পাশাপাশি গণপ্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !