---------- মুফতি আব্দুল মুনতাকিম
স্টাফ রিপোর্টার
বাংলা টিভি ইউ.কের ধর্মীয় ভাষ্যকার বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম বলেছেন, আমরা যারা প্রবাসে থাকি সকলেই দেশের উন্নতি ও অগ্রগতি দেখলে আনন্দিত হই। আবার দেশের মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে নিজেদের অসহায় মনে হয়। মন চায় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করতে। কিন্তু স্বাদ ও সাধ্যের সমন্বয় না থাকায় নিজেরা দেশের মানুষের জন্য বড় ধরণের কিছু না করতে পারলেও ছোট খাটো সহযোগীতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষের দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আমরা দেশের অসহায়-দারিদ্র মানুষের জন্য বড় ধরণের সহযোগীতা করা ইচ্ছা রয়েছে। সম্প্রতি তিনি আল খাইর ফাউন্ডেশন ইউকের উদ্যোগে জকিগঞ্জের মুনশিবাজার জামেয়ায় পবিত্র রমজান উপলক্ষে গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আল খাইর ফাউন্ডেশন ইউকের অন্যতম প্রতিনিধি ছাবুহ উদ্দীন। অনুষ্ঠানে এলাকার শতাধিক গরীব অসহায় পরিবারকে রামাজান ফুড প্যাক প্রদান করা হয়। গরীব অসহায়রা আল খাইর ফাউন্ডেশন, ইমাম ক্বাসিম ও দানবীর বৃটেন প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফুড প্যাক বিতরণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা করেন মাদরাসার নির্বাহী পরিচালক শায়খুল হাদিস মাওলানা আবদুল মুছাব্বির, মাওলানা হাফিজ আবদুল মুকতাদির, মাওলানা আবদুস সাত্তার মামরখানী, মাওলানা মাহমুদ এবং জামেয়ার ছাত্র শিক্ষক এলাকাবাসীসহ আরও অনেকে। ত্রাণ বিতরণকালে বক্তারা গরীব সীমান্তবর্তী এলাকায় ভবিষ্যতে আরও ব্যাপকভাবে ত্রান কার্যক্রম পরিচালনায় এগিয়ে আসার জন্য বিত্তবান প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। ত্রাণ বিতরণ শেষে অতিথিবৃন্দ মুনশীবাজার মাদরাসার বহুমুখি কার্যক্রম ও বিল্ডিং নির্মাণ ইত্যাদি দেখে সন্তোষ প্রকাশ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !