আহমদুল হক চৌধুরী বেলাল
আর্ন্তজাতিক সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ মে শুক্রবার জকিগঞ্জের কালিগঞ্জস্থ সীমান্তিকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সীমান্তিকের সভাপতি শফিকুল হক তাপাদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য অরবিন্দু বর্মন বিন্দুর পরিচালনায় আয়োজিত প্রথম পর্বের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবায় ম্যারিটরিয়ার্স এ্যাওয়ার্ড প্রাপ্ত সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক রূপালী ব্যাংকের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে যারা কমিটিতে আসবেন তাদের মনে রাখতে হবে এখন ডিজিটাল যুগ। যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। যদিও সীমান্তিক কোন সদস্যদের সম্মানী ভাতা দেয়না এরপরও মনে রাখতে হবে সীমান্তিক মানুষকে সম্মান দেয় এবং মানব কল্যাণে কাজ করতে শেখায়। তিনি আরও বলেন, শুরু থেকে আজ পর্যন্ত যারা সীমান্তিকের সাথে সম্পৃক্ত তাদের আমরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। সভায় বিভিন্ন জেলায় সীমান্তিকের বাস্থবায়নাধীন বিভিন্ন প্রকল্পের উন্নয়ন ও সফলতা উল্লেখ করে ভবিষ্যত পরিকল্পনার কথা অবহিত করা হয়। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। সভার দ্বিতীয় পর্বে সীমান্তিকের উপদেষ্ঠা কমিটি সহ কেন্দ্রীয়, আঞ্চলিক, সিলেট ও ঢাকা কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির উদেষ্ঠারা হলেন ড.আহমদ আল কবির, মাসুক উদ্দীন আহমদ, ড.আহমদ আল ছাবির, ড.এ কে উবায়দুর রব, মোঃ আব্দুল হাই, ফারুক উদ্দীন চৌধূরী, মোস্তাকিম হায়দর, মোঃ মালেক আহমদ, শ্রী মন্টু রাম বিশ্বাস, আলা উদ্দীন ও কাওসারা বেগম। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- চেয়ারপার্সন প্রিন্সিপাল মাজেদ আহমদ, ভাইস চেয়ারপার্সন আবু জাফর মোঃ রায়হান, সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুল কুদ্দুস, ট্রেজারার আবু মোঃ জাকারিয়া স্বপন, জয়েন্ট সেক্রেটারী সাজনা সুলতানা হক চৌধূরী, নির্বাহী সদস্য মোঃ শফিকুল হক তাপাদার, ড.আহমদ আল ওয়ালী, প্রিন্সিপাল জালাল আহমদ, ড.সাবিহা তাসনিন, মোঃ জয়নাল আবদীন ও শ্রী গৌতম কুমার দে প্রমূখ। আঞ্চলিক কমিটির সদস্যরা হলেন- প্রেসিডেন্ট শাহজাহান চৌধূরী, জেনারেল সেক্রেটারী মোঃ নুরুল আমিন চৌধূরী, ট্রেজারার মোঃ জুলকারনাইন লস্কর, মেম্বার শ্রী শক্তি ধর পাল, মোঃ সেলিম আহমদ, আনিকা ফয়ছল ও মোঃ ময়নুল হক। সিলেট কমিটির সদস্যরা হলেন- প্রেসিডেন্ট মোঃ আব্দুল আহাদ, জেনারেল সেক্রেটারী মোঃ শামীম আহমদ, ট্রেজারার মোঃ জামাল আহমদ, মেম্বার প্রফেসর করিমা বেগম, ড. মোদাব্বীর তুহীন, সূবর্ণা আছাদ ও আক্তার হোসেন রাজু। ঢাকা কমিটির সদস্যরা হলেন- প্রেসিডেন্ট ড. আহমদ আল ওয়ালী, জেনারেল সেক্রেটারী মোঃ শরীফ ছালাহ উদ্দীন, ট্রেজারার মোঃ সৈয়দ ইসতিয়াক আহমদ, মেম্বার ড. হুমায়রা বেগম, কাজী মোস্তফা তাহমীম, মাইশা কবির ও ইকরামুল হক সোহাগ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !