---------- ইকবাল আহমদ
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, বিদ্যমান তামাক নিয়ন্ত্রয়ন আইনের দুর্বলতায় তামাক কোম্পানীগুলো বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে তাদের প্রচারনা অব্যাহত রেখেছে। এতে অধুমপায়ীরা ধুমপানে আকৃষ্ট হয়ে ধুমপায়ীর সংখ্যা বৃদ্ধি সহ স্বাস্থ্য ঝুকি বাড়ছে। তাই অবিলম্বে সংশোধিত তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানীর আগ্রাসন বন্ধ করুন। সম্প্রতি তিনি বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের সহযোগীতায় জকিগঞ্জ সরকারী হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে ও সীমান্তিকের তামাকমুক্ত প্রকল্পের ফিল্ড অফিসার হাসিব আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মেহদী। বক্তব্য রাখেন ডা. রওশন আরা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খাঁন, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও কাউন্সিলর ময়নুল হক রাজু। উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, আব্দুল ফাত্তাহ, এনামুল হক সরকার, রিমন আহমদ চৌধুরী ও কাপ্পু প্রমূখ। অনুষ্ঠান শেষে তামাক বিরোধী একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। এ সময় ২০০৫ সালে প্রণীত ও ২০১৩ সংশোধিত ধুমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ আইনটি অমান্য করায় ভ্রাম্্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হয়। এছাড়া অভিযান পরিচালনা করার সময় অন্তত ৪০টি বিড়ি সিগারেটের দোকান থেকে সাজানো সিগারেটের প্যাকেট রাস্তায় ফেলে দেয়া হয়। র্যালীতে প্রশাসনত, স্বাস্থ্য বিভাগ ও সীমান্তিকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !