----------পুলিশ সুপার নুরে আলম মিনা
স্টাফ রিপোর্টার
সিলেটের পুলিশ সুপার মোঃ নূরে আলম মিনা পিপিএম (সেবা) বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন থাকা উচিত। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব। বিশেষ করে মাদকের ক্ষেত্রে কোন ছাড় নেই। মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশসহ সকলকে তৎপর থাকতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে সরাসরি আমাকে তথ্য দিতে পারেন। প্রয়োজনে তথ্যদানকারির নাম ঠিকানা গোপন রাখা হবে। তিনি গত ২৮ মে বুধবার বিকেলে জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলমের ব্যবস্থাপনায় ও মানিকপুর ইউনিয়নের সহযোগিতায় স্থানীয় কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হানের সভাপতিত্বে ও এসআই আবুল কাশেমের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি মোঃ জামশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) নাইমুল হাসান, জকিগঞ্জ-বিয়ানী বাজার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. গিয়াস উদ্দিন, রাজনীতিবীদ সারওয়ার হোসেন চৌধুরী রাজা, ব্যবসায়ী কাবিরুল হাসান, কবির আহমদ, নাজিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদির ও ফারুক আহমদ প্রমূখ। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তারা জকিগঞ্জের অপরাধ দমনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। পুলিশ প্রশাসন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !