
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র আওতাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজিপ) উদ্যোগে উপজেলার কয়েকটি ইউনিয়নে ক্ষুদ্র ঋন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে খলাছড়া ইউনিয়নের মুলিকান্দি গ্রামের মুলিকান্দি বিত্তহীন সমিতির সদস্য শ্রী রবীন্দ্র চক্রবর্তী তার পরিবারের কয়েকজন সদস্যের নামে ৫০ হাজার টাকা পজিপের কাছ থেকে ঋন নেয়। কিন্তু ঋনের কিস্তি দিতে অস্বীকৃতি জানিয়ে সমিতির সকলকে নিরুৎসাহিত করার পাশাপাশি অফিসের মাঠ কর্মচারিদের সাথে খারাপ আচরণ করলে উপজেলা নির্বাহী অফিসারের আদালতে সংশ্লিষ্ট দপ্তর তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করে। সম্প্রতি শ্রী রবিন্দ্র চক্রবর্তীকে আটক করে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসার আদালতে হাজির করা হয়। বিকেল চারটায় আদালতের নির্দেশ পালন করে স্বজনেরা নির্ধারীত টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।
প্রসঙ্গত পজীপ উপজেলার বিরশ্রী, খলাছড়া, জকিগঞ্জ সদর, সুলতানপুর, বারঠাকুরী ইউনিয়নে বিত্তহীন সমিতির মাধ্যমে দরিদ্র মানুষের পরিবর্তনের জন্য চলতি অর্থ বছরে প্রায় কোটি টাকা ঋন প্রদানের পর ৪৯ লক্ষ টাকা কিস্তি আদায় করে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !