স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন শাবিপ্রবি’র উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে গত ২৯ মে বৃহস্পতিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত জকিগঞ্জের ২৫ জন শিক্ষার্থীর সম্মানে এক নবীন বরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অর্গানাইজেশনের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও নজরুল ইসলাম রাহেল ও হৃতি ফারহাদের যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও সীমান্তিকের চীপ পেট্রন ড. আহমদ আল-কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম,এ,জি, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন শাবিপ্রবি’র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন জকিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল খায়ের হেলাল, শাবিপ্রবি’র কলেজ পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল হোসেন। বক্তব্য রাখেন শাবিপ্রবি’র সহকারী প্রোগ্রামার ফয়সল আহমদ, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জলিল, শবিপ্রবি’র শিক্ষার্থী জসির আহমদ, তাজমুন নাহার লিজা ও নবীন শিক্ষার্থী সাইফুর রহমান মাছুম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আল-কবির বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে সকলকেই তথ্যপ্রযুক্তি রপ্ত করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধুমাত্র প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদেরকে উপদেশ দেন। শাবিপ্রবি’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে জকিগঞ্জ থেকে এবার প্রায় ২৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে শোনে তিনি আনন্দ প্রকাশ করেন। প্রধান বক্তার বক্তব্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, জকিগঞ্জ তথা সিলেট একসময় শিক্ষাক্ষেত্রে দেশে প্রথম ছিল। মাঝপথে শিক্ষার্থীদের মধ্যে বিদেশগামীতা বেড়ে যাওয়ায় শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে পড়ে। তিনি বক্তব্যে আগেকার সময়ের জকিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি শিক্ষার্থীসহ জকিগঞ্জের যেকোনো পর্যায়ের মানুষজনকে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক’র নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক বলেন, জাকি হলো আরবী শব্দ। যার অর্থ হলো মেধাবী। ফলে জকিগঞ্জের মানুষ জন্মগতভাবেই মেধাবী। তবে সেই মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হওয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, এইবছর জকিগঞ্জ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ জনের চেয়ে বেশী নতুন শিক্ষার্থী চান্স পেয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !