স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছেন। এ কারণে বারহাল ইউনিয়নকে শূণ্য ঘোষণা করে ইসি উপ নির্বাচন দিতে পারে বলে শুনা যাচ্ছে। উপ নির্বাচনের সংবাদে নড়ে চড়ে উঠেছেন এই ইউনিয়নের নতুন-পুরাতন অনেক প্রার্থী। জানা যায়, বারহাল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে সমাজসেবী ও শিক্ষানুরাগী বুরহান উদ্দিন রনি অংশ নিচ্ছেন। তিনি দীর্ঘদিন থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। হাজী ছিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জকিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্ঠা হিসেবে বুরহান উদ্দিন রনি বারহাল তথা জকিগঞ্জের শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ প্রতিবেদকের সাথে আলাপকালে বুরহান উদ্দিন রনি বলেন, সীমান্ত জনপদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন নানা কারণে এখনও যুগপযোগী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তিনি ইউনিয়নের শিক্ষা, আইন শৃংখলা, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙ্গন প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ ও ইউনিয়নের সর্বত্র বিদ্যুৎ পৌছে দেয়ার আশা নিয়ে আগামী উপ নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা করছেন। এ ক্ষেত্রে তার নিজ এলাকার মানুষেরও বেশ আন্তরিকতা রয়েছে। ইতিমধ্যে এলাকায় একটি সভা করে সর্বস্তরের মানুষ বুরহান উদ্দিন রনিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন বলে স্থানীয়রা জানান। জানা যায়, বুরহান উদ্দিন রনি ১৯৭৭ সালের ১ লা জানুয়ারী বারহাল ইউনিয়নের খিলগ্রামের মরহুম হাজী আলিম উদ্দিন ও মোছাঃ দিলারা বেগমের ঘরে জন্ম গ্রহণ করেন। ছোটকাল থেকে রনি লেখা-পড়ার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। বর্তমানে তিনি একজন তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় সু-পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। বুরহান উদ্দিন রনি একজন সফল মানবাধিকার কর্মী। বিশেষ করে তিনি হাজী ছিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্ট গঠনের মাধ্যমে এলাকার শিক্ষার উন্নয়নে ব্যতিক্রমধর্মী উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। তিনি বারহাল ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ট্রাষ্ট্রের সদস্য করে তাদের সম্মতিক্রমে একজনকে সচিব মনোনীত করে নিজ তত্বাবধানে ট্রাষ্ট্রটি পরিচালনা করছেন। কিছুদিন পূর্বে তিনি বারহাল ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে ও জকিগঞ্জ উপজেলার সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিতিতে বাস্তবধর্মী একটি সেমিনার করেন। “বারহালের শিক্ষা উন্নয়নে আমার চিন্তা, আমার ভাবন” শীর্ষক এই সেমিনার থেকে বারহালের শিক্ষা উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্ঠিকারী বেশ কয়েকটি সমস্যা চিহ্নিত করে তা নিরসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ট্রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি বছর বৃত্তির আয়োজনের পাশাপাশি অসহায় ও হতদারিদ্র শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে স্কুলে স্কুলে মা-সমাবেশ ও অভিভাবক সম্মেলন করে যাচ্ছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট বুরহান উদ্দিন রনি পরিবারের সহযোগীতায় নিজ উদ্যোগে এই ট্রাষ্ট পরিচালনা করছেন। বড় ভাই লন্ডনে থাকার সুবাদে তিনি অর্থনৈতিকভাবে অনেকটা সহযোগীতা পাচ্ছেন।
এ বিষয়ে বুরহান উদ্দিন রনি বলেন, মানুষের মৌলিক ৩টি বিষয়কে সামনে রেখে আমি কাজ চালিয়ে যাচ্ছি। আর সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা। আমার নিজ উদ্যোগে গত ৩০ মে ও সম্প্রতি সময়ে এলাকার দু’টি স্থানে আইন শৃংখলা বিষয়ে সভা করেছি। এতে পুলিশ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকাবাসী আমাকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য চাঁপ দিচ্ছেন। তাই আমি জনসেবার উদ্দেশ্যে আগামী বারহাল ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হবো।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !