স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ২৯ মে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সেক্রেটারী পদে মোঃ মনুর উদ্দিন চৌধুরী মলু ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ১০৭ ভোট। সদস্য পদে ৪১৩ ভোট পেয়ে মোঃ মঈন উদ্দিন এবং ৩৯১ ভোট পেয়ে এনামুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুস শহীদ ২৫০ ভোট পেয়েছেন। পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ডাঃ গিয়াস উদ্দিন জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর্যবেক্ষক জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জোসনা খানম বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ট ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যাবসায়ীরা নবনির্বাচিত কমিটির প্রতি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা কাজ করবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !