জকিগঞ্জ উপজেলা প্রশাসনে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের পদশূণ্যতা প্রকট আকার ধারণ করেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উপজেলা প্রশাসনের কার্যক্রম। গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূণ্য থাকায় প্রতিদিন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ।
সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদে প্রকাশিত একটি খবরে জানা যায়, জকিগঞ্জ উপজেলা প্রশাসনে ২১৪ টি কর্মকর্তা-কর্মচারীর সরকারী পদ শূণ্য রয়েছে। যার দরুন প্রশাসনিক কর্মকান্ডে চরম স্থবিরতা বিরাজ করছে। খবরে উল্লেখ করা হয়, উপজেলা প্রশাসনে ৯৬৬টি সরকারি পদের মধ্যে ২১৪টি পদই কর্মকর্তা-কর্মচারী শূন্য। শুধু ১ম শ্রেণীর কর্মকর্তার ৪৯টি পদের মধ্যে ১২টি পদই শূন্য রয়েছে। উপজেলা মেডিকেল অফিসারের ৫টি পদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ ১ম শ্রেণীর পদগুলো দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ২য় শ্রেণীর ১৭টি পদের মধ্যে ৮টি পদই শূন্য রয়েছে। সহকারী শিক্ষা অফিসারের ২টি পদ, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মতো পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৩য় শ্রেণীর ৭৬২টি পদের মধ্যে ১৫০টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৪র্থ শ্রেণীর ১৩৮টি পদের মধ্যে ৪৫ টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের ৯৬৬টি পদের মধ্যে ২১৪টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এমন একটি খবরে জকিগঞ্জের সচেতন মহলের মধ্যে বেশ নাড়া দিয়েছে। তাদের মতে, এত গুরুত্বপূর্ণ একটি উপজেলার এমন দূরাবস্থা হলে কিভাবে প্রশাসনিক কার্যক্রম সুষ্টভাবে চলবে। উপজেলাবাসী প্রশাসনের তরফ থেকে কতটুকু সুবিদা ঠিক মতো পাচ্ছে তা নিয়ে হতবাক স্থানীয় জনসাধারণ। তারা বলেন, জকিগঞ্জ ছিল একটি মহকুমা শহর। এখানে একটি জেলা হওয়ার কথা ছিল। কিন্তু জকিগঞ্জকে জেলা না করে উপজেলা দিয়ে পরিচালনা করা হচ্ছে। এরমাঝে উপজেলা প্রশাসনকেও ঠিকমতো জনবল দিয়ে সহযোগীতা করা হচ্ছেনা। তা অত্যান্ত দুঃখজনক একটি ব্যাপার।
আমরা মনে করি, বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কেননা এত বেশী পদশ্যণ্যতা নিয়ে একটি উপজেলা প্রশাসন সুষ্ঠ ও সুন্দরভাবে চলা সম্ভব নয়। এজন্য জনস্বার্থে দ্রুত জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উল্লেখিত শূণ্যপদগুলো পূরণ করা জরুরী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !