স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের প্রাক বাজেট আলোচনা ও সমন্বয় সভা বুধবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল এর সভাপতিত্বে ও সচিব আব্দুস সাত্তারের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাইছ, উপ-সহকারী প্রকৌশলী এস.এইচ. জাহাঙ্গির, প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, ব্রাক ওয়াশ কর্মসূচীর সংগঠক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি সদস্য হাজী মোস্তাকীম আলী ও ইউপি সদস্য আব্দুস ছুবহান প্রমূখ। এছাড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক শহিদ উদ্দিন আহমদ, পরিবার পরিকল্পনা সহকারী মনোয়ারা বেগম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মোস্তুফা আহমদ, শামীম আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য-সদস্যা, এলাকার মুরব্বী ও যুবকসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল বলেন, ইউনিয়নের সব গুলো বরাদ্ধ যথাযথভাবে ব্যয় করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিতে গিয়ে তালিকা অনুযায়ী কাজ ঐ স্থানে হচ্ছে না। কিন্তু কাজ যথারীতি করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিটি এলাকার সুষম বন্টন নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইনশাল্লাহ সময়ের ব্যবধানে এ ইউনিয়ন সকলের কাছে মডেল হবে। ইতোমধ্যে এলজিএসপির কাজের কর্মদক্ষতা দেখে ৩ লাখ ২৪ হাজার টাকা পরিষদকে দিয়েছে। সে টাকা দিয়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, সকলের সমন্বয়ে ইউনিয়নের কার্র্যক্রম আরো সম্প্রসারিত হবে। সমস্যা সমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা উচিত। তবে সব কিছু সঠিকভাবে বন্টন হলে মানুষ অবশ্যই সুফল পাবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !