শতাধিক লোককে আসামী করে পুলিশ এসল্ট মামলা
স্টাফ রিপোর্টার
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবীতে জামায়াত-শিবিরের মিছিলকে কেন্দ্র করে গত ২১ এপ্রিল উত্তপ্ত হয়ে উঠে জকিগঞ্জ পৌর শহর। জানা যায়, জামায়াত-শিবির জকিগঞ্জ পৌর শহরের জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাসষ্ট্যান্ডে গিয়েই পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ৬ রাউন্ড শর্টগাণের গুলি ছুড়ে। সংঘর্ষে জকিগঞ্জ থানার এ.এস.আই সেলিম মিয়া ও পুলিশ সদস্য আতিকুর রহমান, পথচারী ও জামায়াত শিবিরের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের সেক্রেটারী গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, উপজেলা উত্তর শিবির সভাপতি শহীদুল হক, দক্ষিণ সভাপতি হাসানুল হক বান্নাসহ ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরোও ৭০জনকে আসামী করে জকিগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপর পুলিশ শিবির নেতা আব্দুর রহিমসহ কয়েকজনকে আটক করেছে বলে স্থানীয়রা জানান। জামায়াত সেক্রেটারী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ বলেন, জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলা চালায়। জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রোকবানী চৌধুরী জাবেদের নেতৃত্বে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !