স্টাফ রিপোর্টার
“একতা স্টুডেন্ট সোসাইটি জকিগঞ্জ” কর্তৃক আয়োজিত প্রথম সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ উপলক্ষে সম্প্রতি বারহাল ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বারহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সদস্য তানিম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী “একতা স্টুডেন্ট সোসাইটি জকিগঞ্জ” এর উপদেষ্টা ড. ছদিওল এম এস ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক মাসুক আহমদ, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, তাজুল ইসলাম (স্বপন) ও নুরুল হক খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারভেছ আহমদ, ডাঃ সাদিক আহমদ তাপাদার, ছদিওল হোসাইন, আঃ রব, সাহেদ আহমদ, ভোলন দেব পার্থ ও শাহগলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আঃ রহমান প্রমূখ। অনুষ্ঠানে “একতা স্টুডেন্ট সোসাইটি জকিগঞ্জ”এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাওছার, তানিম, তারেকুল, লিপু , জাহেদ, সালাউদ্দিন, রাহিন, জাহেদ চৌধুরী, জীবান, দিদার, ইমন, ছাব্বির, রেদওয়ান, বদরুজ্জামান ও নাহিদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !