স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক হাসনুর আলম চৌধুরীর পিতা মানিকপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল মতিন চৌধুরী গত ১৫ এপ্রিল মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। (ইন্না..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা ১৬ এপ্রিল বুধবার বেলা ২ ঘটিকার সময় ফুলতলী কামিল মাদ্রাসা মাঠে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র:) এর সুযোগ্য বড় ছাহেবজাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, ভাইস প্রিন্সিপাল আল্লামা আব্দুর রহিম, ছাহেবজাদা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে যুব সংহতি নেতা হাসনুর আলম চৌধুরীর পিতা মরহুম আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি, জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাসেম মন্টু, জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরীসহ উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !