স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামে গত ২১ মে বুধবার এক মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গণধর্ষণের শিকার মহিলার স্বামীর বাড়ি এতিছানগর গ্রামে। এ ব্যাপারে নির্যাতিত মহিলা বাদী হয়ে গত ২২ মে বৃহস্পতিবার ৪ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, তাং ২২.০৫.২০১৪ ইং। ঘটনার পর পরই নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, বুধবার দুপুরে জকিগঞ্জের সামাদের বাগানবাড়ী বেড়াতে গেলে সেখান থেকে তাকে জোরপূর্বক তুলে খাদিমান গ্রামের নুরুল ইসলামের বাড়ীতে নিয়ে যায় ধর্ষকরা। সেখানে একটি ঘরে আটকে রেখে মৌলভীরচক গ্রামের আব্দুল জলিলের পুত্র এনামুল হক (৪৫), ইলাবাজ গ্রামের মৃত খলন খাঁনের পুত্র সাবুল খান (৪০), খাদিমান গ্রামের আজিজুর রহমানের পুত্র নূরুল ইসলাম (২৬) ও গঙ্গাজল গ্রামের মঈন উদ্দিনের পুত্র আজিজুর রহমান (৩৫) তাকে পালাক্রমে ধর্ষণ করে। জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !